একাকী দুপুর
।।।।।।।।।।।।।
বাতাসের গতি আজ একটু বেশি
একটু বেশি রুক্ষ শুষ্ক
যদিও দক্ষিণের বাতাস
তাও অন্যরকম।
লু উষ্ণ চুম্বনে ছুঁয়ে গেল চোখের পাতা।
তবুও নয়ন তারা দুটো নিষ্পলক,
সাত রঙা সূর্য্যটা মধ্য গগনে
তবুও সব কিছু ফিকে লাগে।
সময় আজ অন্য রকম,
এক সময় কতকথা কত ভাব
কত আবেগ,কত মনমালিন্য।
আজ সব নিছক একটা গল্প।
নিছক কতগুলো শব্দ।
নীরব আর নিস্তব্ধ।
তবু অন্তর জ্বলে
ঠিক এই দুপুরের লু এর মতো।