একাদশীর চাঁদ
//////////////////
চারিদিকে অন্ধকার
জ্যোতিষ্ক লোকের সব আলো নিভে গেল
নিভে গেল ছায়াপথ।
ভূগর্ভের গহীন আঁধারে
নিকষ কালোয় খোঁজা
চোখ নেই মুখ নেই গন্ধে চিনে নিতে হয়।

সেই কবে পূর্ণিমার চাঁদ উঠেছিলো
তার পরে আধফলি হতে হতে
আজ ভরপুর অমাবস্যা।
তবুও খুঁজে বেড়ায়
সেই অচিনপুরের পাখি
চোখ নেই মুখ নেই
শুধু গন্ধে চিনে নেওয়ার প্রয়াস।

একদশির চাঁদটা উঠি উঠি করে
উঁকি দিলো না।
সে কি নিদারুণ রাত
মাটি ফেটে গরম লাভ ছড়িয়ে পড়ছে
জল নেই ,বাতাস নেই
আলো নেই
শুধু অন্ধকার
কোথায় অচিনপুর ! কোথায় পাখি!
আজ আবার গন্ধে চিনে নেওয়ার উপায় নেই।