একা জেগে আমি
**************
নিদ্রাহীন  ঘুমনেই দু চোখে
রাত যায় নিঃশব্দে কেটে
অন্তরের অবসন্নতা ক্লান্তি পড়ে ফেটে
দূর হতে কানে আসে কোনো শিকারি বাজের ডাক
নিদ্রাহীন প্রহরী একা জেগে আমি

একটা দুটো জোনাকি
টিমটিমির মতো জ্বলে ওঠে
বাঁশ বাগানের উপর দিয়ে
চাঁদ উঁকি দিতে গিয়ে থেমে গেছে
পড়ে আছে নিকষ কালো
নিদ্রাহীন প্রহরী একা জেগে আমি

শরীরের শির উপশিরায় বাড়ছে চাপ
আবারও চাঁদ উঁকি দিলো
কিন্তু আলো
কানে আসে পাতা খাসার শব্দ
নিকষ কালো বাড়ছে
আরো বাড়ছে
চাঁদ নেই  আলো নেই
আবারও কানে এলো সেই পাতা খসার শব্দ
নিদ্রাহীন প্রহরী একা জেগে আমি