একটা সরলরেখা আঁকার চেষ্টায়
//////////////////////////////////
একটা সরল রেখা টানার চেষ্টায়
কাল যাপন
কত উত্থান পতন
কত হলো ভিত্তি স্থাপন
সেই সাথে কত হলো কীর্তিহীন বিজ্ঞাপন
তবুও..
জীবনের পাতায় পাতায়
প্রাপ্তির ঘর বড় শূন্য- ফাঁকা।
বারবারের চেষ্টায়
শেষমেশ রেখা হলো আঁকা কিন্তু বাঁকা।
কেউ কেউ বলে কুন্ডলিতে চলছে বিরূপ দশা যোগ।
তবুও প্রচেষ্টা অন্তহীন
ধাপে ধাপে কষে যোগ বিয়োগ।
নানান কুশীলবের সাথে
এখনও মঞ্চে দাঁড়িয়ে
পর্দার পিছনে যন্ত্র সংগীত
বেজে চলেছে করুণ সুরে
এটাই বোধহয় শেষ কিছু আঁকার শেষ চেষ্টা
তবে সরলরেখা কি?
কারণ
সৃষ্টি স্রষ্টা আর আমার প্রচেষ্টা
এখন এক সরল রেখায়।