এক প্রেম কথা
/////////////////
ধু ধু প্রান্তের শেষ হতে
দমকা ধুলো উড়ে আসে
বালু বেলা শোঁ শোঁ আওয়াজ
আর ক্ষুরের শব্দ কানে আসে
নয়ন যুগল মেলে দেখি
আসছে তোমার মহারাজ
পিঠের ওপর সওয়ার তুমি
রূপের ছ্বটায় জ্বলছে আগ
ঢলে পড়া অমল আলোয়
ওড়না তোমার সামিয়ানা
এলো চুলের রূপের ছ্বটায়
অস্ত অমল থমকে দাঁড়ায়।

স্বর্ণলতা তনুদেহে
ঝরছে পড়ে রূপের বন্যা
আমার মতো মেষ পালক
তাকিয়ে ভাবে এ কোন রাজকন্যা
ক্ষুরের শব্দ থেমে গেল
হঠাৎ আমার সম্মুখে
অবগুণ্ঠন সরিয়ে বলে
মালিনীগড় কোন পথে।
নির্বাক হয়ে হাত তুলে
ইশারা করলাম ডানদিকে
মরু ভূমির মাঝে যেন
মরুদ্যান এক উঠলো ফুটে।

ক্ষুরের শব্দ কানে এলো
পিছন ফিরে হেসে
দেখলো সে
ভালো করে তাকিয়ে দেখি
বারিন বাবুর ছোট মেয়ে
বাল্য কালের প্রেমিকা আজ
বদলে গেছে বিদেশ গিয়ে
মেষ পালক হয়ে রয়ে গেছি
প্রেমের দ্বীপে সলতে দিয়ে।
কিছু বলার আগে মিলিয়ে গেল
ঘোড়া আর ঘোড় সওয়ারি
মেষ গুলোকে পিটিয়ে বলি
চল, ঘরে ফেরার পথটি ধরি।
দিনের আলো নিভল এবার
অমল গেলো অস্তাচলে
ফিরে দেখা হাসি মুখটি
হৃদয় মাঝে আছে জ্বলে।