এক পাপাত্মার গল্প
:::::::::::::::::::::::::::::::
ধনুকে সংযোজিয়া তীর ব্যাধ,
নিক্ষেপ করিল হংস বধিবার তরে,
হংস যুগল ক্রীড়া করিতেছিল
জলাশয়ে
যাহাতে কোকোনদ ছিল ভরে।
বধিল হংস প্রাণবায়ু গেল
বাহিরে বিনা ন্যায় বিচারে।
ছিল এক তুলসীর গাছ
ক্রীড়ারত জলাশযের পাড়ে।
শরের চ্ছটায় দুটি জলদ বিন্দু
আসিয়া পড়িল তুলসী পরে।
এই ছিল আজীবনের
পুণ্যি তাঁহার ঘরে।

বধিয়া ব্যাধের প্রাণ যমদূত লইয়া,
গেল তারে যমালয়ে
যমের দুয়ারে।
চিত্রগুপ্ত ঝাড়িয়া ধূলি
আনিল হিসাবের খাতা
পাপ পুন্য বিচারের।
অনেক খুঁজিয়া খুঁজিয়া চক্ষু
হইলো চড়ক গাছ।
পুণ্যের ঘর রহিয়াছে খালি
কিছু নাহি তায়।

চিত্রগুপ্ত-
চক্ষে ধরিয়া আতাস কাঁচ
রুদ্ধ করিয়া কক্ষের দ্বার।
অনেক খুঁজিয়া পাতায় পাতায়,
জীবন ভরের খয় খতিয়ান,
পাইলো না বিশেষ কিছু।
খাতার অন্ত পাতায় আছে বোধয়
আবছা কিছু সে ভাষার কথা
কিছু বোধগম্য করা না যায়।

বহুবিধ নাড়িয়া চাড়িয়া নানাবিধ,
পরীক্ষা পাতন ক্রিয়া করিয়া সম্পন্ন।
উপনীত হইয়াছে সারা জীবনে
বাধ্যের আছে একটি মাত্র পুন্য।

হংস বধিবার ছলনায় দুই বিন্দু
বারি পড়িয়াছিল তুলসীর গলায়।
এই যা পুন্য সঞ্চয় করিয়াছে
ব্যাধ  জীবন তরীর ষোল কলায়।

চিত্রগুপ্ত কহিল যমরাজে।
মহারাজ আপনি বিচার করুন-
বিধান করুন দান
কিবা করা যায়।
শুনিয়া মহারাজ গম্ভীর স্বরে
নিক্ষেপ করিল গভীর দীর্ঘশ্বাস।
খুব জটিল বিষয় আজি!
উত্থাপিত করিল চিত্রগুপ্ত
শুধাও ব্যাধেরে ও
কোথায় যেত চায়?

ব্যাধের প্রতি গম্ভীর স্বরে
বিরক্ত ভরে কহিল,
নিত্য দিন অনেক বিচার করিয়াছি,
অনেক বিধান করেছি দান
অনকে পাপী,পাপাত্মা,
সাধু,পুন্যাত্মার ,
তোর মত আত্মা,প্রেতাত্মা,
নরক বাসী পাইলাম না আর।

শুনিয়া ব্যাধ করুন স্বরে
করিল আর্জি,
মহারাজ পূণ্যির ফল লভিব
আগে তারি লাগি স্বর্গ বাসী
হওয়ার ইচ্ছা রাখি।
জন্মেছি ব্যাধ কূলে পাপাচারী
হতে শিখেছি জীবন ভর,
পাই নাই সঠিক দিশা পাই নাই
কোন সৎ গুরু ঘর।
শুধু দুই বিন্দু জলের ফোঁটা
আজি দিল মোরে পূণ্যির ফল।

ছয় মাস পুন্য তোর বিচারের ফলাফল,
স্বর্গ সুখ পাবি তুই বিনা করি
কোলাহল।
প্রীত হইয়া ব্যাধ পুত্র স্বর্গে লভিল স্থান,
প্রতিদিন এক ঘাটি জল দিতেছে তুলসী মূলে।
সেদিন হতি ব্যাধ পুত্র ঘুচাইল পাপাত্মা নাম।

গত হইল ছয় মাস পুণ্যের ঘর
যমদূত আসিয়া দাঁড়াইল সম্মুখ পর।
জ্ঞাত করিল দূত ব্যাধেরে যেতে হবে আজি
আরো একবার যমদুয়ারে।
ক্রন্দনে অশ্রু ধরা বহিতেছে তাঁহার দু নয়নে।

যমরাজ কহিল আজি হতে নরক বাস
করিতে হইবে তোমারে
নত শিরে কহিল ব্যাধ-
মহারাজ একি আপনার আদেশ কোন বিচারে?

দুই বিন্দু বারি ধারায় যেথায়
পুন্য জুটে ছয় মাস।
বিগত ছয় মাস ধরি তুলসী মূলে
এক ঘটি জলদ গিয়েছি ঢেলে।
তাঁরই পুন্য কোথায় দিয়েছেন ঠেলে?
মহারাজ স্বর্গ আমার ধর্ম,কর্ম
কোনো কিছুতে আমি যাইবো না ছেড়ে।