একজোড়া স্বপ্নের মৃত্যু
/////////////////////////////

বাইকটা হুশ হুশ গতিতে এগিয়ে যাচ্ছে
পিছনে এক তরুণী লতার মতো জড়িয়ে ধরে
রোমাঞ্চকর? বোধহয়!
কাঁধের  সামনে থেকে
হাত দুটো দিয়ে জড়িয়ে ধরে
আরো-
আরো কাছে  এগিয়ে যায়
বাড়ছে বাইকের গতি, বাড়ছে রোমাঞ্চকর শিহরণ?
বাড়ছে হৃদ যন্ত্রের গতি?
বোধহয়!!


তরুণীটি কানে কানে কিছু বলে
যুবকটি কাত ভাবে মুখ ফিরিয়ে হাসে।
আচমকা সামনের ট্রাফিক বাতি লাল হয়ে জ্বলে ওঠে-
বাইক বেসামাল-
ছিটকে যায় বাইক
আর দুজন -দুদিকে।

মৃত স্বপ্ন গুলো -
তাজা লাল রক্তে ডুবে
আরো বেশি তাজা।
শেষ বেলায় দুজনে হাত দুটো
নড়ে ওঠে।
বোধহয় শেষ বার স্পর্শের আশায়।
ধীরে ধীরে ভীড় কমে গেল
রক্ত শুকিয়ে গেল।
ঘুরছে শুধু
দূর পড়ে থাকা বাইকটার চাকা