একদিন হবেই হবে
●●●●●●●●●●●●
জীবনের চোরা স্রোতে সব যাবে মিশে
থাকবে শুধু বিক্রিত বিকৃতি
অগণিত লেন দেনের সাথে
উঁচু নিচু ভেদাভেদ
জমে হবে বেসামাল
কালের স্রোতে একদিন
নিয়ে যাবে মহাকাল।
বড়াই এর নদীতে জল তোমার এক হাঁটু সম
ভাবের হাটে পোস্টার লাগিয়ে
বলো সাগর সম জল আছে মম।
বড়াই এর চূড়ায় বসে পাও কি তুমি খুঁজে
একই তারা দুই নামে ডাকে সকালে ও সাঁঝে।
অহং আলো গেছে তোমার
খোকলা শরীর ভেদ করে
আছো তুমি সুতোয় ঝুলে
চোরা স্রোতের দলদলে
লাভা স্রোতের বাড়ছে তেজ
একদিন হবেই হবে তোমার শেষ।
বড়াই-অহংকার
লাভা-মহাকালের অন্তিম ডাক
শেষ-পতন