এক চিলতে রোদ
/////////////////////
জীবন থেকে জীবন যাত্রা
মানব মানবীর মন
ভীষণ জৌলুসে আর
জাঁক জমকে ভরা,
এত সুখের মাঝেও
জীবন তবু কেন দিশেহারা?
পোশাকি বদলে,
বদলে গেছে আদব কায়দা
আর
কথার বাক্যবান
সব কিছুর মাঝে নানীর নিকানো
উঠোনটা -
সত্যি আজ ভীষণ বেমানান।
উঠোনটা আজও পরিষ্কার
আকাশ টা আগের মতোই নীল,
ময়ূরকন্ঠির মত চকচকে,
শুধু এক চিলতে রোদ্দুর পড়েনা
নানীর ওই নিকানো উঠোনে এসে।
সবাই আজ ব্যস্ত
দ্রুত পায়ে হাঁটছে ,দৌড়োচ্ছে।
এককে অপরের দিকে মুখ তুলে
দেখার মত সময় নেই!
কথা বলা তো দূর ।
বাহারি ঘর আছে
বাহারি ব্যালকনি ,বাহারি পার্কিং লট।
সবকিছু বদলে যাচ্ছে জটিল
যন্ত্র ,ষড়যন্ত্রের আবর্তনে।
শুধু একচিলতে রোদ্দুর এসে পড়ে না
আর নানীর নিকানো উঠোনে।
বদলে গেছে মুখের ভাষা
বদলে গেছে মনের কথা
শুধু মনের মনিকোঠায়,
এক চিলতে রোদ্দুরের নেই দেখা।
চারদিকে উঁচু উঁচু ইমারত
সবাই যেন ছুঁয়ে আছে প্রাপ্তির পরশ পাথর।
সুখে ভরা জীবনে হানা দেয় অসুখের ছাপ
অন্তর বাহিরে হাসি রেখে মেনে নেয় চুপচাপ।
সূর্য্য আছে ছায়া আছে আছে নীল গগন
বিষের হওয়ায় বিষিয়ে গেছে সরল সবুজ মন।
হওয়া উঠে হওয়া বয়
হয় ভোল বদল
এত কিছুর মাঝেও
এক চিলতে রোদ্দুর এসে পড়ে না,
খালি আজ নানীর নিকানো উঠোন।