এগিয়ে যাচ্ছে জীবন
************
তরতরিয়ে এগিয়ে
যাচ্ছে জীবন
উচ্চমার্গের আশায় আধুনিকতার ছোঁয়ায়
মুছে যাচ্ছে পল্লীসমাজ গার্হস্থ্য জীবন।
যে ভূমিতে জন্মেছিল কিছু বীর বীরাঙ্গনা
আজ সেই ভূমি আধুনিক জীবনে বড্ড বেমানান
যে ভুমি ছিলো দিশেহারা জাতির
দিক দর্শনের পিঠস্থান
সে ভূমি আজ অতীতের ছায়া মাত্র
আধুনিক জীবনে তার নেই কোন স্থান।

তরতরিয়ে এগিয়ে যাচ্ছে জীবন
এগিয়ে যাচ্ছে সমাজ
মাঝখানে বিবশ লাচার যুবসমাজ
আর পিছনে দাঁড়িয়ে নির্বাক অতীত
যার বেশ ভূষায় অঙ্গে জড়িয়ে আছে
কর্তব্য নিষ্ঠা মনুষত্ব আর লাজ।

সমাজ এগিয়ে যাচ্ছে তরতরিয়ে
অনু পরমাণু পরিবার আজ
ব্যস্ত সবাই যাচ্ছে সবাই সূর্য্যচন্দ্র  মঙ্গলে
তবুও মানসিক ভাবে শীর্ণ জীর্ণ জরাক্লিস্ট শয্যাশায়ী
কেউ নেই কাছে যে যার মতো আছে
ফেলে গেছে আবেহেলে।
তরতরিয়ে এগিয়ে যাচ্ছে সবাই
সবাইকে পিছনে ফেলে ঠেলেঠুলে।
বাস্তবের সিঁড়ি টা বুঝবে কে
ক জন আছে সুষ্ঠ মস্তিষ্কে এই জীবকুলে।