এবার করবো তর্পণ
/////////////////////

নির্বোধ আর অবোধের দলে
নব নিত্য লীলা ছলে
দিবা নিশি কেটেছে নিঃশ্ব রিক্ত
অভুক্তের মিছিলে,
মানব সম্মুখে পরিচয় দিয়ে যায় যারা
জন প্রতিনিধি বলে,
দলে দলে যারা তাদেরকে অনুসরণ করে
পতাকা নিয়ে চলে,
উৎসুক চোখে ফ্যাকাশে শুষ্ক মুখে
অনাহারে সব দুঃখ চেপে
দলে দলে পা মেলায় নেতার
পশ্চাতে উদার উদাত্ত উন্নয়নের ডাকে।

অবলীলায় অগোচরে জননেতা
ভাগ বাঁটোয়ারার নকশা করে
তলে তলে দেশদ্রোহির পাতাকা ধরে
জনতার সমাবেশে শক্ত করে ধরে
তারা নির্বোধ অবোধ জনতার টুঁটি কষে।
অনাআশে চারপাশে দিনে রাতে রক্ত চুষে
ভূলুণ্ঠিত করে দেশের আর গৃহস্থের মান সম্মান।
দেশপ্রেমের দোহাই দিয়ে অশক্ত হাড় ঝিরঝিরে
শরীর নিয়ে বলি  হয় সহজ সরল তরতাজা প্রাণ।

বিশ্বাসের ঘরে যাকে স্থান দিলাম
মাথায় তুলে আপন করে
দেশপ্রেমের মায়ায় স্বপ্ন সুখের ছায়ায়
নিয়ে গেল সব লুণ্ঠন করে।
আজি চতুর্দিকে বাজে নিনাদের ডঙ্কা,
বাজে হিসেব মেলানোর বাজনা
কেন তব মনে অহরহ দানা বাঁধে অকারনে শঙ্কা?
তবে কি আজি হতে পতনের হয়েছে শুভসূচনা।

আজি ফুসফুসে মোদের বায়ু হয়েছে কম
তবুও সবাই মোরা আকুতোভয়।
ঘটি বাটি ভূমি জমা টাকাকড়ি
বিশ্বাসে ভর করি তব পায়ে করেছিলাম অর্পণ।
যুগ বদলের পালায়,আবার ফিরে পাবার খেলায়,
প্রতিশোধের আয়নায় করবো তব আজি তর্পণ।