বিবেকটা
বৈকুণ্ঠের উইলের মতো
কেটে ছিঁড়ে টেনে হিঁচড়ে
নিয়ে কর্তব্যের মাঝ গঙ্গায়
যেথা ঘূর্ণিপাক আর ঘূর্ণি ঢেউ।

তরতরিয়ে জেগে ওঠে প্রানের শেষ বিন্দু
লক্ষ কোটি তারা পুঞ্জ থেকে
খুঁজে নিয়ে আসার অদম্য আপ্রাণ চেষ্টা
হার না মানা প্রাণশক্তির।
অন্তহীন লাইনে দাঁড়িয়ে ভিনদেশি কোন গ্রহে
মন খুজেঁ চলে ডেনড্রাইটের শেষ সংযোগ
ছায়াপথের মধ্যবিন্দুতে দাঁড়িয়ে
রেখে যায় শেষ সংকেত।

অতঃপর...
বিষণ্ন মনের ভঙ্গুর পালঙ্কে
বারবার দ্বন্দ্ব জেগে ওঠে বক্ষে
এ যেন এক বাক্স বন্দী গল্প
ইচ্ছে করে ঘৃতাহুতির যজ্ঞে
জ্বালিয়ে কালো ছাই করে দিই
বৈকুণ্ঠের উইল আর উইলের পাতা।
সে কি হয় ?
সে উইলের হস্তাক্ষর পরম্পরায়।