দুর্গা অসহায়
#########
চারিদিকে ভয়াবহ লীলাখেলা
হত্যা,হত্যা,হত্যা!
চাওয়া পাওয়ার অধ্যায়ে
এক অধৈয্যের জীবন যাপন।
অবলীলায়,অকপটে,দিবানিশি !
অহ:রহ: চলছে এক নবজাগরণ !
মানব সমুদ্রে বাড়ছে মৃতের স্তুপ,
হচ্ছে হিমালয় ।
দুচোখের লোলুপ দিশায় সমাগত প্রলয়,মহাপ্রলয় ।
দিনলিপির,হকারীতে,
সজ্জিত,শানিত হচ্ছে
নিত্য নতুন ছক ।
যন্ত্র,যান্ত্রিক,এর মাঝে সবাই বিবস, বধির।
আদিম হিংস্র লালসায় করছে জিভ লকলক ।
জীবন জলসায়,
বর্বর লালসায় সবাই আজ
পারঙ্গত!বীরাঙ্গনা!
জীবন নৃত্যের,ঠুমরির তালে
মিশে গেছে ছলনা,যাতনা,বঞ্চনা।
হত্যার পাশাখেলায়,
অসহায় আজ গর্ভের দুর্গা ।
যাতনা,যন্ত্রনায় চলছে হত্যা
গৃহের দুর্গা।
চাতুরী,চাতুর্য্যের,চতুর্দিকের
আদিম লালসায় হত্যা করছে
পথের দুর্গা ।
বেঁচে রইলো আশা-নিরাশায়,
উন্মাদনায় দশভুজা!
মাটির দুর্গা !!