দুগ্গা দুগ্গা
////////////
ঝড়ের মুখে যাচ্ছে উড়ে
শুকনো পাতা আছে যত।
ঘূর্ণিপাকের গোলক ধাঁধায়
হচ্ছে সবাই পথ চ্যুত।
ধুম্ররাশি আগলে পথ
লন্ডভন্ড করছে সব।
নয়ন যুগল দেখছে শুধু
তাণ্ডব লীলার ফলাফল।
মেঠো পথের কাদায় পা
পিছলে পড়ছে শরীরটা
কোনো মতে সামলে নিয়ে
এগিয়ে যাওয়ার প্রচেষ্টা
কালো মেঘের বাদল ধারায়
বজ্র নাদে বুক কেঁপে যায়।
কালো মেঘের বুক চিরে
বজ্র শুধু পড়ছে ঝরে।
মদন মাস্টার ছাতা মাথায়
কাদা পথে যাচ্ছে ঝুঁকে
চড়াৎ করে বজ্র এসে
বিঁধল শেষে তাঁর বুকে।
চিত পটিয়ে পড়লো পথে
প্রাণটা গেল অবশেষে
চামড়া পুঁড়ে কালো হলো
লম্বা শরীর কুঁকড়ে গেলো
আদর্শর মূর্তি মান
কোথাও ,কোনো নেই দাম।
যার গেল তার সবই গেল
কিছু লোকের ভালোই হলো
ফিসফিসিয়ে বলছে সব
পাপের আজ পেয়েছে ফল।
বিধাতার রামবাণ
সবার জন্য সমান চিরকাল।
যখন বেঁচে ছিল মাস্টার মদন
বলতো তখন তোমার মত
কেউ নেই এখন।
মারার পরে দোষের দাস
খুঁজছে সবাই কার ফেলেছে অভিশাপ।
পঞ্চায়েত প্রধান বেঁচে গেল
সবার থেকে খুশি ।
কুকর্ম কুকীর্তির বিজয় রাজ
মাস্টার জানত মোড়লের
বর্গীরাজ ।
ভালোই হলো আপদ গেছে-
দুগ্গা দুগ্গা
মা আবার মুখ তুলে চেয়েছে।