ডুবে যাই শেষ বারের মতো
।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।
অন্ধকারের আকাশে
লক্ষ কোটি তারার মাঝে
একটা তারা জ্বলে ওঠে উজ্জ্বল প্রভা দিয়ে।
মনের কোণে লক্ষ কোটি বেদনার মাঝে
একটু খুশি জ্বলে ওঠে জোনাকির আলো দিয়ে।
বেলায় বেলায় বয়ে যায় বেলা
ক্লান্ত মন লুটিয়ে যায় বালু বেলায়
যেথা লহরের সাথে লহর মিশে একাকার
মন আর নয়ন চেয়ে রয় অন্তহীন লহরের পানে।
বালুবেলার ভূমিতে সেজে উঠেছে ঝিনুকের শবদেহ
না না শান্ত শ্বেত শুভ্রের আলো
দূর থেকে ভেসে আসে সমুদ্রের ওই সাদা সফেন
টেনে নিয়ে যায় গভীরে আরো গভীরে
যেথা আলো নেই বায়ু নেই
শুধু অন্ধকার নিকষ কালো আর গহন অন্ধকার।
আমি ডুবে যাই
ডুবে যাই শেষ বারের মতো
হয়ে যাই অপেক্ষায় লীন।