দ্রাঘিমা চ্যুত খেলা
।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।
নির্ঝঞ্ঝাট শান্তির আকাশে
ঘনিয়েছে অশান্তির মেঘ।
শান্তির বার্তা আজ দ্রাঘিমা চ্যুত
সাদা পতাকায় লেগেছে চাপ চাপ রক্ত।
যার পাঁজরে শ্বাসবায়ু কম
হাড়ে লেগেছে ক্ষয় রোগ
কাঁপা কাঁপা শরীরে
সেও দাঁড়িয়ে লাইনে।
অনেক হয়েছে শান্তির গল্প
বার্তা কিছুই চাইনে
তোদেরই কবরের মাটি খুঁড়ছি
মোরা বাপ ঠাকুর দার অঙ্গনে।
মিটে যাবে আশা মিটিয়ে দেব
তোদের মনের গুপ্ত প্রেমের ভাষা
পাবিনা তোরা আর শান্তির শব্দ
জীবন তরির অভিধানে।
মেঘে মেঘে অনেক বয়ে গেছে বেলা
সরল মনের সরলতায়
খেলেছিস অনেক চাতুরির খেলা।
জীবনের দোলায় অনেক বসিয়েছিস
অশ্বমেধ যজ্ঞের মেলা।
পাপের ঘড়া পরিপূর্ণ
পূরণ হয়েছে ছলাকলা,ষোলকলা।
অতীতের পথে হয়েছে যত যারা পতিত
তাদের দলে এবার
তোমার লিপি হবে গ্রন্থিত।
মনে রাখিস বর্বর ভুমি পুত্র