দুটি পাতা
##########
সৌমেন
একটু ছুঁতে ইচ্ছে করে,
ইচ্ছে করে আরো ,আরো -
কাছে টেনে বুকে জড়িয়ে ধরি ।
ধুকপুক যন্ত্রের স্পন্দন,
লেগে থাকুক তোমার গালে,
বাজুক তোমার কানে ।
তোমার ইচ্ছে বউ সাজতে,
ইচ্ছে করেনা বউ হতে?
যেদিন তুমি বলেছিলে -
একটা কথা শুনবি?
শরীরের ভেতরেও
অশরীরের কাঁটা লেগেছিল -
না থাক বলে এড়িয়ে গেলে।
মনে মনে কত আন্দোলন,
কত রাগ বিরাগ
রাত জেগে জেগে,
তোমাকে নিজের করে
পাবার ভাবার ।
পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি
কপালে সিঁদুরের স্পর্শ,
কতদিন আগে বলেছিলে !
আনমনে?
রেগেগিয়ে বলেছিলে!
জীবন এত সোজা নয়
তরল নয়, স্বচ্ছও নয় ।
তরঙ্গ আছে ,ঢেউ আছে,
স্রোত আছে ।
আছে চোরাবালিও !
সময় বাঁচাবার জন্যে বললে ইত্যাদি ।
সেদিনের জীবন স্রোতের অবজ্ঞার ঢেউয়ে
হারিয়ে যায়নি!
শুধু দূরে সরে গেছি
একা একা বাঁচতে শিখে গেছি ।