দিনলিপি
।।।।।।।।।।।।।।
অবসর কিছু রেখো হাতে
লিখো কিছু দিনলিপি
লিখো কিছু আমার কথা
নাই বা পেলাম তোমার হৃদয়ে জায়গা।
তবু খুশি আমি যদি জায়গা হয়
তোমার দিনলিপির সাদা পাতায়।
জানি তব মনে জমে আছে অনেক অভিমান
বর্ষে দিও প্রতি লাইনে অপমান
সয়ে যাবো মেনে নেব
তবু জায়গা দিয়ো দিনলিপির খাতায়,
ব্যাথ্যা ফুটে উঠুক
অশ্রু বিন্দুর প্রতি ফোঁটায় ফোঁটায়।
বিদেহী প্রেমের বেথ্যার টানে
শত রাগে,রাগের সুর বাজুক প্রাণে।
উদাসী মনের খোলা জানালায়
রাখো দুটি ওই নীল চোখ
বলয় রেখায় মিশেছে যেথা নীল আসমান।
শীতল হওয়ার স্পর্শে হোক দৃশ্যমান জমে থাকা অভিমান ।
একটু অবসর রেখো,
মননে চিন্তায়
একটু জায়গা দিও তোমার দিনলিপির পাতায়।