দিন বদলের পালা
////////////////////////
যন্ত্র মানব,যন্ত্র জীবন
যন্ত্র আজ সভ্য নগরী
ক্ষুধার জ্বালায় মরছে কিছু,
কিছু করছে মারামারি।
বুদ্ধি জড়, দেহ জড় বিবেক জড় সবার
সবার আগে আমার চাই
আর কিছু নেই ভাবার।
বিকার আজ ঘরে ঘরে
বিকৃত-বিক্রিত রুচির ভারে
কেউ কি খুঁজছে পথ
খুঁজছে উপায় কেমন করে
রোগ সারে?
অন্ত বিহীন চলার পথে
মেকি মুখে মিষ্টি হেসে
আপন ধ্বজা উড়িয়ে শেষে
সময় কি আর আছে বেঁচে?
ভাববো আমি অন্য কারোর কথা!
ছোট্ট বৃত্তে সবার জীবন
যন্ত্রণার নকশি কাঁথা।
ঘূর্ণি চক্রে দিনরাত,
পাঁকে ভরা জীবন আজ,
নেই কোন পরিত্রাণ
আষ্ঠে পিষ্ঠে জড়িয়ে আছে
রিপু কলার অভেদ বাণ,
কবে কুঠার দেবে পরশুরাম?
সবাই এখন মুখ বুজিয়ে,
চোখ উঁচিয়ে দেখছে দারুন যাত্রাপালা,
দিনগুনছে কিছু অবুঝ অবোধ
কবে শুরু হবে দিন বদলের পালা।