দীক্ষা হোক মানব প্রেমের
***********************
হিংসায় আজ উন্মত্ত পৃথ্বী
তর্কের উপর নিত্য নতূন যুক্তি।
বিজ্ঞ জনের আছে তর্কের শব্দকোষ,
অজ্ঞ জনের আছে অন্তহীন দোষ।

চলছে শুধু অজ্ঞ,বিজ্ঞ,
চাপান উতর কথার খেলা।
তারি মাঝে নতুন গানে
বইছে ঢেউ লাগছে দোলা।
বন্ধ কপাট বন্ধ ঘরে,
আছিস যারা অন্ধকারে-
বাঁচিস কেন মরে মরে?
খুলে দে এবার খিড়কি দুয়ার
গাঙে এলো নতুন জোয়ার।
হাত টা ধর শক্ত করে
নে রে সব আপন করে।

শেষের থেকে শুরু হোক
আনন্দে ভরুক ভু-লোক।
বন্ধন হোক আর দৃঢ়,
ওরে অবোধ ওরে মূঢ়!
থাকিস না আর দূরে সরে
আলো জ্বালা মনের ঘরে।

প্রাণে প্রাণে বিষাদ যত
ভুলে যা সব ইচ্ছে মত।
ডুব দিয়ে যা আলোর স্রোতে
বাঁচতে শেখ নতুন পথে।

তুমি তোমরা আমি আমরা
আর বাকি আছে যারা,
থাকিস না কেউ দূরে তোরা
সবাই সবার হাতটা ধর।
গলা খুলে একবার বল
আমরা করবো অন্ধকার জয়।
যা ভুলে যা সব দ্বেষ-বিদ্বেষ
আপন করে নে নতুন সন্দেশ।

দিনে রাতে আগে পিছে।
থাকব সবাই একসাথে
এখনও কেন বেঁচে?
মোড়ল মাথার নিদান!বিধান!
কবে হবে?
প্রেমের,ভাবের আদান প্রদান।
জাবর কাটা প্রাণীর মত
জমিয়ে আছিস জাবর যত।
থাকনা মত,থাকনা অমিল
তবুও আমরা হবো সামিল।
যুদ্ধ আমার একার নয়
একলা যুদ্ধে হয় না জয়।

গোলা,বারুদ,কামানের
আর নয় আয়োজন।
ধরালোকে মানব প্রেমের
আজ খুব প্রয়োজন।