ধুয়ে গেল আল্পনা
///////////////////////
খোলা জানালার দিকে তাকিয়ে আছি
উত্তরের শীতল হওয়া বইছে
বেশ রোমাঞ্চক
কিছু পত্র রাশির খুশির শব্দ কানে এলো।
উত্তর কোনের গাড় ধূসর মেঘটা
অঝোরে বৃষ্টি দিতে লাগলো।
একটু একটু করে বাড়ছে গতি
চোখ তুলে তাকিয়ে দেখি
রামু কাকা কিছু বলছে
বৃষ্টির সাথে।
আজ আবার এসেছে সেই বৃষ্টি
আজ শেষ বারের মতো মিশে যেতে চাই
যেমন করে তুমি গিয়েছিলে।
চারিদিকে সব কিছু ধুয়ে যাবে
এই মৃদু জলের স্রোতে,
ধুয়ে যাবে তোমার হাতের আল্পনা
এতদিন তুলসী তলায় যার উজ্জ্বল উপস্থিতি।
শীত বাড়ছে ধীরে ধীরে
বাড়ছে শ্বাস আর হৃদ গতির স্পন্দন।
অনেক কষ্টে ,
তোমার হাতের তৈরি খদ্দরের চাদরটা
গায়ে দিলাম।
বৃষ্টি কমছে ,
জলের ধারা কমছে
কমছে উঠনের স্রোত।
শেষ বারের মতো তুলসী তলায় বসলাম।
সব কিছু থেমে গেল।
থেমে গেল বৃষ্টি,বৃষ্টির স্রোত।
সাথে এত দিনের হৃদ স্পন্দন।
একটু পরে তুলসী গাছটাও পড়ে গেল।
দু দিন পরে.....
আকাশ
রোদ ঝালমলে
গাছটা শুকিয়ে
পাশে চির ঘুমে ঘুমিয়ে রামু কাকা।