ধরতে রাজি তোমার হাত
///////////////////////////////
অশক্ত শরীরের বক্ষ পিঞ্জরে
দিনে দিনে বেথ্যা বেড়ে পরিণত পাহাড়ে
কিভাবে বেঁচে আছি তুমি খোঁজ রাখো তাকি?
বিলাসী জীবনের প্রলোভনে
অপমানে অপমানে যে প্রেম
গেছো ফেলে অবহেলে,
তার লাগি রাত জাগি মনের দ্বীপ জ্বেলে।
নিঃসঙ্গ ধরণীর বুকে
নিশুতি রাতের ঝিঁ ঝিঁ পোকার সুরে
বসন্ত বিহারের আল্পনা আঁকি দুচোখ ভরে।
উথালি পাথালি মনের ভিতর,
উতল হওয়ায় কে রাখে খবর?
দিন চলে যায় রাত চলে যায়
বেদনার বোঝা নিত্য যায় বেড়ে।
রুমি ,তুমি বলো কিভাবে কাটাবো প্রহর।
তুমি বিনা সব কিছু অস্থির অশান্ত অহ:রহ:।

গতকাল বাজারে শিবাজী চকের ধারে
দেখলাম প্রেমিক সনে মশগুল আলাপনে।
বিচলিত মন ,জলে ঝাপসা হলো দু-নয়ন
বারবার প্রশ্ন জাগে
একি সেই রুমি,নবরূপে?.নবসাজে?
চাতকের মতো জেগে জেগে
নগরের প্রান্তে প্রান্তে খুঁজে খুঁজে
খবর পেলাম
এ তোমার প্রেমিক নয় ছিল খদ্দের।
ফ্ল্যাট,গাড়ী টাকা পয়সার লোভে ধরে ছিলে যার হাত
সে তোমায় বদল করে পাঁচ হাত,
বেচে গেছে বারবণিতার কোঠায়।
সেই থেকে তুমি অভিসারে অভিসারে
রাতের পর রাত করছো পার।

বারবণিতার বেশে গিয়েছো ভেসে
লোভের মোহ থেকে যদি তুমি মুক্তি পাও,
অপেক্ষায় আছি
ফিরে এসো অবশেষে।
আজও ধরতে রাজি-
সারা জীবনের তরে তোমার হাত।