দেশপ্রেম ও কুয়াশা ঘেরা সকাল-৩
/////////////////////////////////////////
ফিরে দেখি ঊষার আলোয়
জমেছে ঘরের উঠোনে ভিড়
চিৎকার চেঁচামেচি হৈ হট্টগোল
রাগে সবাই করছে কিড়মিড়।
ভুবন কাকা চেঁচিয়ে বলে
চুরি করে নিয়ে গেছে সব গহনা টাকা যা ছিলো ঘরে।
সবাই মিলে করছে চর্চা চুরি হলো কি করে ?
কমলা কাকী বলে ওঠে
গোয়াল ঘর থেকে তিন খুদেকে দেখছি যেতে
তিন জনের কালো ব্যাগ ছিলো পিঠে
কাকী বলে আমি ভাবলাম শোভনের তিন ছেলে
বেরুলো বুঝি কুয়াশা ঘেরা সকালে
ওমা তারা তো দেখি ঘুমিয়ে কাদা নাকে সর্ষে তেল ঢেলে।
আবার আমি হতবাক,
ওই তিন খুদে যারা শোনালো আমায়
দেশপ্রেমের বড় বড় কথা
তারাই কি ছিল তাহলে
তারই কি এই বয়সে হয়েছে এত পাকা।
কাকী বলে
এই যে দেখো পেয়েছি এক একজোড়া জুতো।
পালাতে গিয়ে রয়ে গেছে
ওদের ধরা যাবে খুঁজলে ঠিক মতো।
মনে মনে ভাবছি
এই বয়সেই রপ্ত করেছে ভোজ বাজির খেল
চুরি বিদ্যায় হাত পাকিয়েছে মিছেই দেশপ্রেম।
আবারও লজ্জা পেলাম ভীষণ
উচ্ছন্নে যাচ্ছে শিশু সমাজ
এ কি যথেষ্ট নয় সমাজের মাথা ব্যাথার কারণ?
//////////////////////////////
অনুরাগী পাঠক বৃন্দদের অনুরোধ করছি-
মতামত দেওয়ার আগে ,আগের দুটো লেখা পড়ে এলে
সুবিধে হবে।