দেশপ্রেম ও কুয়াশা ঘেরা সকাল -১
///////////////////////////////////////
কুয়াশা ঘেরা রাত ভোর হয় হয়
এখনো ভোরের আলো আসেনি দরজা জানালা বারান্দায়।
শীতের সকালে ঠান্ডার মাঝে
আছি মহাসুখে কাঁথার তলায়।
আধো ঘুম চোখে তাকিয়ে দেখি
ঠান্ডা বাতাসে তিন খুদে ছুটছে
পিঠে সবার কালো ব্যাগ শিশিরে খালি পা রেখে।
কৌতূহল বশে ,ওই তিন খুদের সাথে
আমিও ছুটি পিছে পিছে ।

যায় তো যায় অবিরাম দৌড়ায়
দৌড়ে পার হলো কিমি ছয় সাত
আমার তো ওষ্ঠাগত প্রাণ
এবার বোধহয় বেরিয়ে যাবে জান
চেঁচিয়ে বলি এই.হাঁপিয়ে আবার বলি এই,
এই তিন খুদে একটু দাঁড়াও
কি করো এই ভোরে কুয়াশায় কোথা যাও?
খুলে বলো কি বা তোমাদের মনের অভিপ্রায়?
ওই বছর দশ বারোর তিন খুদে
খিলখিলিয়ে হেসে বলে
আমরা তিন জনে যেতে চাই সৈন্যদলে।
তারই প্রস্তুতি করছি আজ থেকে
নিজেদেরকে করেছি উৎসর্গ দেশ সেবার অনলে।

।।।।।।।।।।।।।।।।।।।।।।।।
লেখাটা পড়ার পরে দেশাত্ম বোধক লেখা মনে হতে পারে আপনাদের।
প্রিয় পাঠক গণ-
কিন্তু এমনটা নয়।
পরের অংশ টা পড়ার জন্য অনুরোধ রইলো প্রিয় পাঠকদের কাছে