দেবদাস
///////
প্রেমটা ঠিকঠাক চলছিলো
বেশ জেমেও উঠেছিল
কি যে হলো শেষে
মাঝ পথে কেঁচকে গেল
সব লন্ডভন্ড পন্ড হয়ে গেল।
তার পর থেকে
চলছে ওই বিবাগী জীবন
তুমি তোমার মতো নিয়েছো ভেবে
আমি আমার মতো নিজেকে নিয়েছি গুটিয়ে
আজ দুজনার দুটি পথ ওগো
দুটি অভিমুখে যাচ্ছে বয়ে।
কত যে আবেগের ভাষা
বুক ভরা রং বে রঙের আশা
কত যে প্রেমালাপ ছিলো দুজনার মুখে
ঘর বাঁধার কত যে স্বপ্ন ছিলো দুজনার চোখে
সে সব অতীত বিস্মৃত স্মৃতি
পেয়েছো সমাজের উচ্চবর্গের স্বীকৃতি
তুমি আছো মহাসুখে?
তোমার কথা মিডিয়া থেকে সবার মুখে মুখে
আমার জীবন
সেও অন্য খাতে বইছে
জল ঝড় দুর্বিপাকে কোনো ভাবে চলছে
নেই কোনো কিছুর প্রয়াস
সব সময় ভূমণ্ডল থেকে উদাস
কোনো ভাবে বেঁচে আছি হয়ে দেবদাস।