দাঁড়াও দেখছি (তৃতীয় পর্ব)
/////////////////////////////////

একটা লম্বা চওড়া লোক
আঙ্গুল হেলিয়ে কয়,
মুখ সামলে কথা বল,
দেখছি তোর সাহস হয়েছে
অতি প্রবল।
তুই গিয়েছিলি থানার দারোগা বাবুর কাছে,
সে খবরও আমাদের কাছে আছে।

এখন তো তোর গেছে শুধু
মাঠের ফসল।
যদি বেশি বাড়াবাড়ি করিস
করে দেব তোর সব কিছু
অদল-বদল ।
পথে পথে ঘুরে মরবি
ভিখ মাগবি,
প্রলাপ বকবি অবোল-তাবোল।

শুনে রাখ যদি সুস্থ থাকতে চাস,
যদি করতে চাস গ্রামে বসবাস।
তবে এই নিয়ে কেন তুই খোঁচাস।
মেনে নিয়ে প্রধানের কথা থাক চুপচাপ।

বিচার আচার সবই আছে
এই গ্রামে,
তুই বুঝতে চাইছিস না
সেটা তোর ভুল।
দলের মাঝে মুখ উঁচিয়ে
একটি লোক কয়,
ভদ্রবেশি শহুরে বাবুদের
ছুঁয়া প্রাণে লেগেছে বোধহয়?

ক্রমশ.............