দাঁড়াও দেখছি (ষষ্ঠ পর্ব)
///////////////////////////////////
ছলছল আঁখি যুগল,
ঝর্ণার মতো ঝরিতেছে জল।
বেচারা মধু নাহি ছাড়ে
শ্রীপতির চরণ যুগল।
আপনি মোর অন্নদাতা,
মঙ্গলময় বিচার করুন,
ধমকি দিয়ে গেছে প্রধানের
রক্ত পাগল।
লাঙ্গলের ফালে,ঘাম ঝরা কপালে
যে সোনার ফসল ফলে ছিল মাঠে,
সবই গেল প্রধানের ক্রুশকাঠে।
আমি মুখ্যু মানুষ,আপনি সত্য মঙ্গল,
বিচার করো,
আরো কত কথা কহিল অনর্গল।
চাপরাসিকে ডাকি কহিলেন
লও খবর,করো তত্ত্ব তল্লাশি।
আছে কত গ্রামবাসী,
কে বা আছে প্রতিবেশি,
কার সাথে ওঠাবসা
কেমনে আসিল এতদূর এই চাষা।
কেমনে পাইলো অভিযোগের ভাষা।
খোঁজ নাও সত্বর,লেখ চিঠি পত্তর।
সব কিছু শুনিয়া মধু রহিল
নির্বাক,নিরুত্তর।
অনেক ভাবিয়া ভাবিয়া
কিছুক্ষন সময় লইয়া,
কহিলেন বিষয়টা গেছে
ভীষন জটিল হইয়া।
গ্রাম থেকে থানা,
থানা থেকে জেলা সদর।
অনেক বিষয়ে নিতে হবে খবরা খবর।
বিষয়টা আমার রইলো মাথায়,
আজ তবে থাক ।
কি করা যায় ভাবছি,
দাঁড়াও দেখছি।
ক্রমশ............