দাঁড়াও দেখছি(নবম পর্ব)
///////////////////////////////////

অবশেষে ডাক্তারের কথা সত্যি হলো
সাত দিন ধরে মধু গাছের তলে
পড়ে রইলো।
হলনা ভর্তি,পেলনা ওষুধ,
শুধু জীবন টাই গেল।
গোড়ায় গলদ অনেক
দেরিতে বুঝল মধু,
এটাও বুঝল এরা একে অপরের যষ্ঠীমধু।
নীলপদ্মে বসে সবাই এরা সমাজবন্ধু?


মধুর স্বপ্ন সত্যি করে,
যমদূত তারে নিয়ে গেল
যমের ঘরে।
গেল সে সোনার দেশে,
সোনার রথে।
সুবিচারের আশায়?? আত্মরক্ষার্থে???
মধু এবার আরো কিছু
দেখতে পেলো।
পরে বলছি,
দাঁড়াও দেখছি।

ক্রমশ.........