দাঁড়াও দেখছি(দশম পর্ব)
।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।

যেতে যেতে আকাশ পথে,
দেখল মধু,
প্রধান আছে আপন কক্ষপথে।
সাথে আছে থানার দারোগা বাবু,
হাসপাতালের ডাক্তার দল,
আছে গরিব দরদী
জেলা শাসক।
আরও আছে সভা পারিষদ ও
কিছু প্রানের উপাসক।

দেখছি দেখছি করে
মধু গেল মরে,
কেউ দেখলো না আর।
অসহায় যারা
বিচার কবে পাবে তারা?
রেখে গেল এই প্রশ্ন ধরার বুকে
সবার কাছে!!

সব জেনে,সব বুঝে,
সবার সাথে সবার মাঝে।
সবার উপরে বিশ্বপিতা বসে
মজা নিয়ে মুচকি মুচকি হাসে।

উনিও বোধহয় সময় নেন!
বোধহয় ভাবেন!
বিষয় গুলো ভীষণ জটিল!
কি করা যায় ভাবছি !
দাঁড়াও দেখছি!!!

///////////////সমাপ্ত///////////////