দাঁড়াও দেখছি (দ্বীতীয় পর্ব)
/////////////////////////////////////
ফিরে এসে মধু,
দাওয়ায় বসে বসে
আকাশ-পাতাল ভাবে শুধু।
খড়ের ঘরের চালা গেছে সরে,
বর্ষা হলে জল পড়বে ঘরে।
ঘুণপোকা বাসা বেঁধেছে কড়ি বর্গায়,
কি করবে কিছু বুঝে সে না পায়।

কিভাবে কাটাবে দিন,প্রতিদিন,
কিভাবে কাটবে বছর।
মাথার ওপর চাষের ঋণ
খরায় কেটেছিল গেল বছর।

হঠাৎ শুনিল কিছু কর্কশ কোলাহল,
আসিল গ্রাম প্রধানের
প্রিয় কিছু দলবল।
দেখিয়া দাবানলের মতো
ক্ষেপিয়া উঠিল মধু,
আমি বিচার চাই না আর।
বিচারের আশায় পেয়েছি
অনেক তোমাদের মতো অনাথবন্ধু।

ক্রমশ..............