দাঁড়াও দেখছি (চতুর্থ পর্ব)
//////////////////////////////////
শুন তিন পুরুষ ধরে
আছি এই গ্রামে,
পাঁচ গ্রামের লোক মোদের
ভদ্র,সভ্য বলে একবাক্যে
চেনে ও মানে।
তুই বিচারের নামে
প্রধানের সাথে তর্ক করেছিস
সভাভরা প্রাঙ্গনে।
মনে রাখিস তুই বড্ড
করছিস বাড়াবাড়ি,
কথা না শুনলে চিরে দেব আড়াআড়ি।
থাকবে না তোর ঠাকুর বাড়ি
থাকবে না তোর বাস্তু ভিটে,ঘরবাড়ী।
এ সবই হবে একরাতে তাড়াতাড়ি,
বংশে কেউ থাকবে না তোর
ফেলার মতো চুল দাঁড়ি।
পাবি না কোনো সুযোগ
যমে মানুষের টানাটানির।
ফিরিয়া গেল প্রধানের
সভ্য ভদ্র দল,
নিঃশব্দে মধুর চোখে
ঝরছে নোনতা জল।
ক্রমশ................