দলছুট
//////////
হংস পাখায় যদি লাগে কালো
তাতেও তুমি খুঁজে পাবে সাদা
খুঁজে পাবে ঝকমকে আলো,
যদি তুমি চাও কৃষ্ণ দলে সাদা মিশে যাক
সাদার গরিমা কালো কিছু পাক।

অপেক্ষায় রাখো চোখ ,কেটে যাবে ঘোলা চোখ,
সাদা যাবে সাদায় ফিরে
দেখবে কালোয় শুধু কালো ঘিরে।
আদি অনাদির এটাই রুপ
একে অপরের সাথে বাঁচে বিভীষিকার অঙ্গ স্বরূপ।

তুমি আমি বোকার বিনে
নেচে বেড়াই নিত্য দিনে।
উল্কা গতির সাথে তুমি
পাবে তুমি যমের ভূমি
যখন ভেঙবে তোমার
ভুলের স্বর্ণমুকুট।
তখন তুমি অযাচিত নিঃস্ব, গতিহীন দলছুট।