ডাকবাক্স
=======

তোমার শহরে বড় ভীড়,
সবাই ভীষণ ব্যস্ত,
প্রানপনে ছুটছে সবাই যত্রতত্র,
এদিক ওদিক ভীষন ত্রস্ত।।
আমরা হাতে গোনা কজন,
যত্ন করে অবহেলা করার-
সংখ্যাটা অনেক বেশি ।
যত্ন করে ভালোবাসার
সংখ্যা অনেক কম।
দশ ফুট বাই দশ ফুট
ঘরটা অনেক ছোট,
তাহার থেকেও ছোট,
ঐ পোশাকি মানুষ গুলোর মন ।

যোগাযোগ নেই,অভিযোগ নেই,
অধিকার নেই,
নেই কোনো তর্ক বিতর্ক,
কারণ চুপ থাকতে শিখে গেছি।।
চিঠি গুলো এখন ডাক বাক্সে অবহেলায় পড়ে আছে,
তোমার অবহেলার
শহর ছিল এতটাই নিষ্ঠুর?
অন্তিম স্মৃতি গুলো
ভাবায় না,কাঁদায় না ।
এখন আমি একঘরে,
শুধু শেখায় অবহেলায় বাঁচতে।।

হাজার কারন থাকতে পারে,
ভুলে যাওয়ার,
হাজার কারণ থাকতে পারে, প্রতিশোধ নেওয়ার।
প্রিয়জন হওয়ার সাধ,
আর সাধ্য আমার নেই,
সীমাবদ্ধ ছিলাম শুধু প্রয়োজনেই ।।
শেষ ইচ্ছেটা তোলা রইলো,
ব্যস্ত শহরের -
ব্যস্ত ভিড়ের দেওয়ালে।
আলো আঁধারীর প্রাচীরে,
যেখানে অবলীলায় শুধু অপেক্ষা।
দীঘির কোলে বসে প্রতিবিম্ব,
দেখে মনে হত আকাশ কত নীচে,
কারণ তুমি ছিলে পাশে ।।