ডাক না যায় তব কানে
###########
মুক্তি,সাগর তীরে!
মোক্ষ লাভের আশায়,
তব নাম দিবারাত্রি ধরে।
জপমালা জপি ভক্তি ভরে,
ঘুরে ফিরে মিলে তব প্রেমের গরল ।
ঊষা পানে চেয়ে চেয়ে
আশা
না ফুরায়,
উঠিল অনল।
ভক্তি ধারায় কবে হবে তব প্রেম তরল?
আরাধনায় মগ্ন থাকি নিষ্ঠা ভরে,
অর্ঘ্য থালি রাখি তব সম্মুখে যতন করে।
বাহারি আড়ম্বরে কিছু নাহি
কম ঘরে বাহিরে,
জাঁক,জমক,ঝলমল সাজে উঠোন থেকে নাটঘর,অন্তরে।
কেমনে করিব তোমার
বন্দনা?
কেমনে পাবো তোমার করুনা?