ডাক আসে
।।।।।।।।।।।।।
ঝিরি ঝিরি বর্ষার ফোঁটা ছুঁয়ে গেল নয়ন
জলে ভেজা নয়ন যুগল নিস্পলক নিষ্প্রাণ
বিদেহী আত্মার মতো
রাত বাড়ছে একটু একটু করে
নাকে জাগে দূর হতে আগত হাস্নু হানার গন্ধ।

মন ভেঙে যায় হুতুমের ডাকে
এ ডাক চেনা নয়
কর্কশ নয় অদ্ভুত নয়
এ ডাকে স্বর নেই সুর নেই
তাল নেই
তবু আছে সব কিছু ধীর লয়ে
শেষ বারের মতো কানে আসে
শেষ বারের মতো কথা বলে
নিঃশ্বাসে প্রশ্বাসে