দাগের ভাষা
///////////////
মুখ গুঁজে উবু থুবু বসে রমেন
পাশে উপুড় হয়ে শুয়ে গোঙায় আরো দুই।
রমেনের পিঠের অমাবস্যার মতো চামড়ায়
রামধনুর মতো ফুটে উঠেছে কিছু দাগ।
দাগ গুলোয় ফুটে উঠেছে কিছু ভাষা কিছু শব্দ।
ভিড় করে দাঁড়িয়ে যারা
তারা শুধু দেখলো ,
দাগ গুলো  যেন রক্তের খাল  
বয়ে গেছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে।

অনেকেই বুঝলো না!!
শুধু কেঁদে ভাসিয়ে দিলো।
কিছু লোকে বুঝলো
ওই অমাবস্যার চামড়ার দাগের ভাষা।
তাদের কারো কারো
চোয়াল চিবুক হাতের পেশী শক্ত হলো।
ধমনীর রক্ত প্রবাহ বাড়লো
লাল আগুনের গোলার মতো হলো চোখ।

বুঝে ছিল -
ভিড়ের মধ্যে থাকা একটা
বারো তের বছরের ক্ষুদে।
চিৎকার করে বলে ওঠে
আমাদের অধিকার আমাদের ছিনিয়ে নিতে হবে।
এবার থেকে দাগের বদলে দাগ।
এ দাগ অস্তিত্বের।
সুচারু সুপরিকল্পিত ভাবে চলছে
টুপি পরানো'র কৌশল।
নিত্য নতুন ফন্দিতে বন্দনা টুপির ক্রিয়া কৌশল।
যদি না বুঝ আজ
এই ভুল বোঝা টুপিই হবে আগামীর মহাকাল।

হোক আরো দাগ
অমাবস্যা,পূর্ণিমা বা গোধূলির মতো চামড়ায়
এ দাগ টুপির জন্য নয়।