চিতা তোদের জ্বালাবই-২
/////////////////////////////////
তোমার আমার কি বা হলো
তাতে সমাজপতির কি যায় আসে?
এরা জাতের হওয়ায় চরকা চালায়
দিনে রাতে বারো মাসে।
অঙ্গ সজ্জায় ব্যাস্ত মানুষ
সময় কারো নেই যে আজ
ব্যাধির চিতায় শুয়ে সবাই
মাদল বাজানোর পেয়েছে কাজ!

সর্বনাশের মধুর জালে
নেচে নেচে করছে সবাই অবগাহন
জাতের নামে মাথা ঠুকে
গাইছে সবাই আহামরি ভোরের ভজন।
যদি রাস্তা তোমার হয় সোজা
তবে তুমি রবে আস্তাকুঁড়ে
সমাজপতির অলি'র দল
সুকৌশলে তোমায় খাবে কুরে কুরে।
ন্যায়ের কথা সাম্যের কথা
সমান অধিকারের কথা
এগুলো সব আজ কাব্যে মানায়
এ সব নিয়ে বললে কথা
তোমার মতো মূর্খ কেউ নেই আর এই দুনিয়ায়।

জাতের আফিম বেচে যারা
করছে মগজ ধোলাই তোমার আমার
সবাই একবার ভেবে দেখো
এরা কি যোগ্য ক্ষমার?
জাতের আফিম বেচে এরা
মারছে জোরে হেঁচকা টান
সময় এসেছে এদের রুখে দিতে
জেগে ওঠো ঘুমিয়ে কেন শুধু কাটান!
গতির সাথে জাতের চাকার
বাড়ছে গতি আরো গতি নিয়ে
বারুদ গাদায় বসে আছো মহাসুখে
চোখে কালো পট্টি দিয়ে।
জাতের আফিম বিলাচ্ছিস যারা
মনে রাখিস তোরা
সময় একদিন আসবে আবার
সেদিন চিতায় তোদের তুলবো মোরা।