চিতা তোদের তুলবই
^^^^^^^^^^^^^^^^^^^
সারি সারি দেবদারু ছায়া তলে
হাতে হাত রেখে পায়ে পা ফেলে
কেটেছে কত মধুর সময় একান্তে দুজানায় মিলে।
কত চাঁদ জোছনায় কত সোহাগের পূর্ণিমায়
তব কাঁধে মাথা রেখে কেটেছে সুখে
সাথে মাধুমাখা নিশি যাপন প্রহরের পর প্রহর
সোহাগে সোহাগ ভরে
দিয়ে যেত পত্রের ধ্বনি মর্মর।
সে সব আজ যেন দুর্বিসহ দুর্দিনের স্মৃতি
দিনে রাতে কুরে কুরে খায়
তার থেকে নেই কোনো নিষ্কৃতি।

সুখ সইলো না কপালে
ধেয়ে এলো কিছু বর্বর দুষ্কৃতী
কেড়ে নিলো প্রাণ
মোর জানের জান
ক্ষমা করি তাদের কিভাবে
আগুনের গোলার মতো
ছেয়ে আছে বুকে অবিরত
ভুলবার নয় সেই সব বর্বর পিশাচের মুখ
যারা কেড়ে নিলো মোর জীবনের সারা সুখ।
আদিম হিংস্র মানবিকতা
জেগে আছে অহ:রহ:মোর প্রাণে
মনে রাখিস বর্বর চতুস্পদের দল
একদিন চিতা তোদের তুলবই
পবিত্র ভোরের আজানে।