চিতা তোদের জ্বালাবই-১
।।।।।।।।।।।।।।।।।।।।।।।।
জাতের ব্যমো যাচ্ছে বেড়ে
সে সব খবর কে রাখে?
ঠান্ডা ঘরে মিটিং করে
সমাজপতিরা বলছে হেঁকে
বাড়িয়ে দাও জাতের ধোঁয়া
তাতে কি আর যায় আসে!
এখন মানুষ হওয়ার লক্ষ্যে কে আর
এই সমাজে বাঁচে আছে?

জাতের মঞ্চে বসে তারা দিচ্ছে শুধু সুড়সুড়ি
তাদের চরণ ধরে আছে কিছু মোসাহেব
দিচ্ছে শুধু হামাগুড়ি।
জাতের মধু'য় ডুব দিয়ে আজ
করেছে যারা সামজ সেবা।
লাভের ভাষায় অঙ্ক কষছে
ভেবে দেখছে সে'সব কেবা?

অলি 'র মত মধু খেতে করছে কিছু ফুলের চাষ
সমাজপতির রক্ত মজ্জায় এরা করছে সুখে বাস।
জাতের আফিম দিচ্ছিস যারা
মনে রাখিস তোরা
সময় একদিন আসবে আবার
সেদিন তোদের চিতায় তুলবো মোরা।

//////////////


ফুলের চাষ>সমাজ বিরোধী।অনৈতিক কাজ কর্মে লিপ্ত যারা