চেনা দুটি চোখ
////////////////////

তারায় তারায় যে ছবি ভাসে
প্রহর শেষে দিনে ও রাতে
সিক্ত শিশিরে ভেসে যায় মনের গহীনে
চেনা সেই দুটি চোখ।
নিথর মনের অতল তলে
অব্যক্ত ক্রন্দনে রচে যায়
বারবার মায়াবী মুখোশ।

পথের পানে চেয়ে রই দিব নিশি ,
ভেবে যাই
নিংড়ে নেওয়া বেদনায় তব মুখ
যদি কোনো দিন দিয়ে যায় উঁকি।
মুখ মুখোশের চাপে ব্যথার পাষান দুহাতে চেপে
অভিনয়ের সাথে হাসি মুখে
খুঁজি সেই চেনা দুটি চোখ,
এই চোরা স্রোতে।

বদলে গেছে তব মুখ!
বদলে গেছে তব জীবন!
জীবনের অভিমুখ!
সুখের টানে তোমার গতি আজ উর্ধামুখী?
খুব জানতে ইচ্ছে করে,
পেয়েছো কি প্রশান্তির সুখ?
বেঁধেছো কি বাসা চোরা বালু চরে?
সুখের মিছিলে সবই আজ মুখোশের মুখ!!!
মুখের মিছিলে এ যে বিষম অসুখ।

তবু জেগে রই
তবু চেয়ে রই নিদ্রাহীন আরক্ত চোখে,
মেনে নিয়ে মন করে ক্রন্দন,
প্রহরে প্রহরে নিশি ও প্রাতে
খুঁজি সেই চেনা দুটি চোখ।