চলো পাল্টাই
/////////////////
পুষ্পক রথ উড়ছে না আজ
মাটিতে যাচ্ছে ঘষে।
সোনার চাকায় জং লেগেছে
চাকা যাচ্ছে খসে।
রথ আছে রথের ছাতাটাও আছে
নেই  অহংকারের বাহার।
আকাশ,বাতাস থেকে ভিন্ন এমাটি বুঝেছে আজ ,
দর্শে,স্পর্শে,সইতে নারি
এই মাটির আঘাত।

এখন জটায়ুর আছে দুটি ডানা,
ঘিরে ধরে পলকে,
রামের বাণে বারুদ ঠাসা,
দশানন জ্বলছে বিষের অনলে।
আজ রাম আছে,রাবন আছে,
লঙ্কা আছে ,
সব কিছু আগের মতোই আছে বিদ্যমান
শুধু সেতু বন্ধনের পাথর গুলো
রাম নামে জলে আর হয়না ভাসমান।