চলো যাই
////////////

পথের ধুলায় শুরু  হোক
পথ চলা।
ধুলোর মাঝে  মিশে আছে
হাজার স্বপ্নের মেলা ।
থাকনা হাজার ঝামেলা,
হাজার অবহেলা ।
এক দিন আসবে আনন্দের
মিলন মেলা।
এটাই তো চাওয়া পাওয়ার
এক অদ্ভুত খেলা।
জীবন পথে চলতে গিয়ে
পাবে তুমি কিছু বোকা
কিছু অতি চালাক।
তাদের সাথে মনের মিল,
মতের মিল থাক বা নাই থাক ।
তবুও তুমি গলা খুলে এগিয়ে
যাওয়ার দাও  ডাক

পশ্চিমের গোধূলি আকাশে
অস্ত গেলে সূর্য্য।
ভয় পেয় না সাহস হারিয়ো না,
অন্ধকারে হয়োনা অধৈর্য্য।
সূর্য্য ফিরবে আবার পূর্বাকাশে।
কেটে যাবে অন্ধকার
যা ছেয়ে আছে তোমার চারিপাশে।

ফুটবে হাসি পড়বে মুখে আলো।
আবার তুমি সাজিয়ে নিয়ো
যা ছিল তোমার অগোছালো
আলো আঁধারীর খেলায়
কাটবে দিনরাত।
হাজার সঙ্গী পাবে
সাথী পাবে ,
যদি শক্ত করে ধরো কারো হাত।