চাকার গল্প
/////////////
কাদামাটির মন্ডটা পাশেই পড়ে আছে।
একদিন কত জৌলুস ছিল এই কাদার।
দলাই মলাই করে নানা আকারে
নানা উপকরণের ঢেউ বয়ে যেত।
লোকে বলতো হাতে কলা আছে
কেউ বলতো তোমার কথা শুনে কাদা গুলো।
আজ হাত দুটি অকেজো।
আজও
শিল্প,শিল্পী এক সরল রেখায়
তবে অন্য ভাবে।
সৃষ্টির উল্লাসে নয়
চাপা বেদনায় অনাসৃষ্টির অবাক নয়নে।
আজও চাকাটা ঘুরতে চায়
আজও
নানা শিল্পের জোয়ার আছে।
শুধু ভাঁটা টাই নজরে আসে।