চাই একটা চকমকি পাথর
///////////////////////////////
তপ্ত সব কিছু,
সড়ক রাজপথ থেকে জনপদ
তপ্ত আজ ঘর মাটি গাছপালা।
তপ্ত আজ ঘরের কড়ি বর্গা।
তপ্ত দেহ মন,
তপ্ত দেহ নিঃসৃত ঘাম ও
এমনকি,
মাংস পেশীর শিরায় শিরায়
বইছে গরম রক্ত।
লু বইছে বাইরে ভিতরে
শ্বাসের বাতাসও গরম।
নদী নালার জমা জলও গরম।
কিছু মাটি শুকিয়ে কাঠ,
কিছু মাটি জলের আশায় করে আছে হাঁ।
এখন শুধু সময়ের অপেক্ষা
অপেক্ষা একটা চকমকি পাথরের
যে দেবে একটু আগুনের ফুলকি।
বাকিটা হবে ইতিহাস
কোনো পুরাতত্ত্ববীদের
আতস কাচের তালায়।