চা ও ঠান্ডা -পেয়ালাও ঠান্ডা
//////////////////////////////////

পেয়ালা টাও গরম চা ও গরম
সুগন্ধি কিছু ধুঁয়া এঁকে বেঁকে
মনে নয়নে আর মগজে বার্তা দিয়ে গেল।
অদ্ভুত বাতাস টা
সরীসৃপের মতো ঠান্ডা,
আকশটা বিষাক্ত নীল
ঘুটঘুটে কালো রং মিশে গেছে তার সর্বাঙ্গে।
দাঁত খিঁচিয়ে হলুদ রঙ পড়ে রয়েছে
হাড় ঝিরঝিরে কমলা রঙের দিকে তাকিয়ে।
চায়ের চুমুকে চুমুকে বিষাদ ভরা
তিক্ততা জেগে ওঠে।
যন্ত্রণার কামোড় শিরায় শিরায়
উল্কার গতিতে বেড়ে যাচ্ছে।
শিরা গুলো নিকষ কালো-
অসাড়।

অবাক করার মতো
উঠোনের স্নোবল ফুল গুলো
রং পরিবর্তন করলো
এমন তো হওয়ার কথা ছিলনা।
গোলাপি থেকে ধীরে ধীরে -
কেমন,
শুকনো কালো রং ধারন করছে।
নিত্য দিনের জমে যাওয়া শ্যাওলা গুলো
আজ অন্য রকম।
দাঁত খিঁচিয়ে বিস্ফারিত চোখে-
অপেক্ষমান
শুধু সময়ের ,সুযোগের।

হলুদ রং টা
লাল নীল সবুজ
হতে হতে বিবর্ণ।
ধীরে ধীরে চোখ দুটো অবশ হয়ে আসে
কাপের ধুঁয়া ধীরে ধীরে কমছে,
কমছে ,
কিছুক্ষণ পর একদম বিলীন হয়ে গেল।
পানের ইচ্ছায়-
শেষ বার চুমুক দিয়ে দেখলাম
কাপ ও চা দুটোই ঠান্ডা।