বসুধা আজ
***********
বসুধা আজ মহাসংকটে,
অশনিসংকেত মানব সভ্যতার বুকে,
যুধ্যাংদেহী রনংদেহী ভাব ছেয়ে চারিপাশে,
অবিশ্বাসের খেলায় বিশ্বাস নেই ধারেকাছে।
প্রকৃতি মেতেছে আপন খেয়ালে
আশঙ্কা ছেয়েছে প্রাণে প্রাণে,
যুগে যুগে জমে যাওয়া আবর্জনা
নিজ হাতে বিশুদ্ধি করনে।
পদে পদে স্থলে ব্যাধি,
জন মানব শঙ্কায় জর্জরিত,
জলে মহাপ্রলয় ধাবমান ভুমিমুখে
প্রলয় প্লাবনের ধ্বনী কোণে কোনে গুঞ্জরিত।
অর্পণের অর্ঘ্য পাত্রে মিশে গেছে
মারণ গরল ধীরে ধীরে
ডুবে যাবে জাতি প্রজাতি আকুল
গরল পাথারে?