বন্দি আজিকে
#########

প্রাণহীন ,বিবেকহীন,
জীবন্ত শব দেহের চলছে- নটরাজ   নৃত্য।
জমছে শুধু স্তূপ,শবদেহর স্তূপ।
রনরঙ্গে,চতুরঙ্গে করছে নৃত্য
অধগামী,ইঙ্গ নব্য সবুজ সমাজ।
পরিত্রানের লড়াইয়ে
কেউবা প্রমীলা,
কেউ বা খাদকের হাতে নির্ভয়া ।

ব্যতিরেকে মূল্যবোধ ,বইছে লালসার স্রোত,
নবীন প্রবীণ আরো কত কে আছে সদলবলে।

লালাপৃষ্ঠের পাদদেশে আছে
অসহায় নাগরিকের দল,
বিবেকহীন জীবন্ত শব দেহের
স্তুপ হিম ঘর থেকে হিমালয়।
আমি আজ বন্দি
শবদেহের স্তুপে,
শুধুই শব চারিপাশে
আলো অন্ধকারে।