বৈশাখী বাঁধন
//////////////////

আগামীর পথে স্বপ্ন বুনে দু চোখে
পায়ে পায়ে হেঁটে চলা অম্লান মুখে
এগিয়ে যাওয়ার বিষম লড়াই
আছে যতো ভেসে যাক বর্ষ শেষে ।
আকাশে বাতাসে আবেগে স্পন্দনে
পলাশে শিমুলে মন রঙা হলো গহন কাননে।
লেগেছে খুশির দোল মনে প্রাণে বর্ষ বরণের গানে।
আশায় আশায় চোখের ভাষায় বইছে যে ঢেউ বর্ষ বরণের
অতিথী, আগুন্তুক,সবাই আপন
মনের বাঁধন তারায় তারায় নয়নে নয়নে।
সুরের তানে বীণার তারে বেজে উঠুক নবীনের গান।
নব উন্মেষে ,নব ভাবনায়,
নব চেতনায় ভরে উঠুক
আবাল বৃদ্ধ বনিতার প্রাণ।
নব ঊষার আলোয় কাটুক সবার জীবন ভালো।
বারো মাসে তেরো পার্বণ
জুড়ে থাকুক বছর ধরে
মুছে যাক আছে যত নিকষ কালো।

সারা বছর ভালো কাটুক এই প্রার্থনা করি তোমার তরে।
দেখা হবে আজ নয়তো বা আগামী কাল,
ততো দিন বন্ধন থাক মর্মে মর্মে অন্তরে অন্তরে।