বইছে তাপের স্রোত
///////////////////////
হাত পায়ের পেশী গুলো শক্ত
শিরা উপশিরা গুলো কালচে হয়ে গেছে
রক্তের রং বদলে গেছে?
বাইরের তাপের আর কোনো অনুভূতি নেই
ঠা ঠা রোদে শুকিয়ে কাঠ সব কিছু
শরীর থেকে এখনও বিন্দু বিন্দু ঘাম ঝরছে
লবন ফুটে উঠছে
শেষ জল বিন্দু, শুকিয়ে যায় নি
যেমন শুকিয়ে যায় নি
কালচে ,শিরা উপশিরার রক্ত।
দাবদাহের অবসান শুরু,
বৈশাখী ঝড়ের আগেই হয়ে যাবে বিচার।
মশালে হয়েছে অগ্নিসংযোগ
ঠা ঠা রোদের শুষ্ক তাপে
সব কিছু হবে ভস্মীভূত
সব কিছু হবে ছাই।
মনে রেখো
গুণীজন সমাজপতি
অহরহ শুষ্ক তাপে
শোকের ছায়ায় ভস্মীভূত ছাইয়ে
এবার-
তুমিও খুঁজবে
প্ৰিয় প্রানের ইতিকথা।