বিষের বাঁশি
/////////////////////
অজ্ঞ আমি অবোধ আমি তাতে কি,
তবুও সর্ব বিদিত আমি এই ধরা ভূমে।
বিজ্ঞ তুমি আদর্শ তুমি অবিদিত
নহে কিছু তোমার চরণে।
বোধি বৃক্ষের তপবনে,আলোক মার্গের সিংহাসনে
তুমি বিরাজমান,
ধরার বুকে নগরে প্রান্তরে
প্রান্তিক ঘরে জুড়ে আছে তোমার সম্মান।
মূঢ় আমি আদর্শ হীন আহাম্মক আমি
চাইনা তোমার জ্ঞানের চক্ষুদান।
পাপাচারী ভূমে পাপীর আসনে -
বিকশিত করেছি মোর অজস্র শতদল,
লালসার ফাঁদে আকণ্ঠ ডুবে
উল্লাসে ভেসে,পান করেছি শুধু হালাহল।
নির্বোধ আমি,শুনি নাই কভু পবিত্র বিচারের বাণী,
গরল বিলায়ে শেষে,
জ্ঞানের সুগম পথে
করেছি লীলাখেলা-
দিবানিশি করেছি হানাহানি।
আপনার আপন যে ছিল স্বজন
সবাই ছেড়ে গেছে লালসার বানে,
প্রলভনের নীড়ে।
পাপচারী মন কুচক্রী নয়ন
তোমারই তপবনে তোমারই সুধার পানে
আজি আছি পড়ে।
অহংকার আর রোষে
লোভের বসে, বিষের যে বিন ছিল মোর হাতে
আজি তার নাহি আর প্রয়োজন।
নত শিরে স্পর্শ করি তব পদভূমি,তোমার চরণ তলে
করিলাম আত্মসমর্পণ।
মুক্ত কর মহে ,
কামিনী কাঞ্চনের মোহ গেছে ছেয়ে,
ঠাঁই দাও মোরে ত্যাগের ত্যাগীর শিখরে,
জীবনের আর আছে যতটুকু বাকি,
তোমারই সুরে ভেসে যেতে চাই
তোমারই গান গেয়ে গেয়ে।